মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা)
সুন্দরবনে বাঘের আক্রমণে পাইকগাছার এক বাওয়ালী নিহত। নিহত বাওয়ালী উপজেলার গড়ইখালীর বাসাখালী গ্রামে সোনাই গাজীর পুত্র শফিকুল ইসলাম।
জানা যায়, গত ২০ দিন পূর্বে শফিকুল সুন্দরবনে গোলপাতা আহরণ করতে যায়। গত মঙ্গলবার সকাল ১০টায় গভীর সুন্দরবনের মরগী কালীর খাল নামক স’ানে সঙ্গীদের নিয়ে গোলপাতা কাটার সময় শফিকুলের উপর বাঘ আক্রমণ করে। এ সময় তার অপর দু’সঙ্গী বাঘের সঙ্গে লড়াই করে তাকে উদ্ধার করে নৌকাযোগে বাড়ী আনার পথে সে মারা যায়। ওই রাতেই নিহত শফিকুলের নিজ বাড়ী বাসাখালীতে পারিবারিক কবরস’ানে দাফন সম্পন্ন করা হয়েছে।