পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের শুকপাড়া দরজার খাল এলাকায় বৃহস্পতিবার র‌্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু জিহাদ বাহিনীর তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। এঘটনায় অজ্ঞাত এক দস্যু নিহত এবং ৯টি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব ও কোস্টগার্ড সূত্র নিশ্চিত করেছে।
র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের লে. কমান্ডার নূরুজ্জামান ও কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কমান্ডার লে. এম হাসানুজ্জামান সন্ধ্যা ৬টায় জানান, বনদস্যু জিহাদ বাহিনী জেলেদের জিম্মি করেছে, এমন সংবাদ পেয়ে র‌্যাব ও কোস্টগার্ডের সদস্যরা সকাল ৯টার সময় বনের দরজার খাল এলাকায় অভিযান শুরু করেন।

এসময় জিহাদ বাহিনী বনের অভ্যন্তর থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। এভাবে বিকেল ৩টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে চলা তুমুল বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়।

পরে দস্যুদের আস্তানা থেকে ৬টি শুটার গান, একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান, ৩৪ রাউন্ড তাজা গুলি, ৬টি গুলির খোঁসা ও দস্যুদের ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এসময় দস্যুদের আস্তানা জ্বালিয়ে দেয়া হয় বলে যৌথ বাহিনী জানিয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নিউজ রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here