সাতক্ষীরা সুন্দরবন এলাকায় দুই ব্যক্তির লাশ ভেসে বেড়াচ্ছে। অন্যদিকে নিখোজ দুই ব্যক্তিকে অক্ষাত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে তাদের উদ্ধার করা হয়।
হরিনগর বাজারের ব্যবসায়ী বাবু গাজীসহ স্থানীয়রা জানায়, সম্বপ্রতি বনবিভাগের কদমতলা ষ্টেশন থেকে অনুমতিপত্র (পাশ) নিয়ে হরিনগর গ্রামের সিরাজুল সানার ছেলে সাইফুল ইসলাম ও আজিজ গাজীর ছেলে মনিরুল ইসলাম সুন্দরবনে মাছ শিকারে যায়। নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও ঐ দুই জেলে ফিরে না আসায় তাদের পরিবারের সদস্যরা দুঃশ্চিন্তায় পড়ে। স্থানীয়রা আরও জানায় গতকাল চুনকুড়ি গ্রামের আমির গাজী ও তার ছেলে মাছ শিকার শেষে বাড়িতে ফিরে আসার পথে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দি নদী সংলগ্ন পাগলের খালের মধ্যে দুই জন ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে। তারা বাড়িতে ফিরে বিভৎস হয়ে যাওয়া ঐ দুটি মৃতদেহ ভাসতে দেখার ঘটনার বর্ননা দিয়ে বাড়িতে না ফেরা জেলের পরিবারে উদ্বেগ উৎকন্ঠা বেড়ে যায়। একপর্যায়ে শনিবার সাইফুল ও মনিরুল ইসলামের স্বজনরা সুন্দরবনের ভিতরে ঢুকে নিরুদ্দেশ থাকা দুই জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। তবে কালিন্দি নদীর সন্নিকটস্থ পাগলের খালের মধ্যে ভাসমান দুটি মৃতদেহ কাদের সে বিষয়ে নিশ্চিত হওযা যায়নি। এবিষয়ে কৈখালী ষ্টেশন অফিসার মোনায়েম হোসেন ও কদমতলা ষ্টেশন অফিসার শাহাদাৎ হোসেন জানান, সুন্দরবনে কোন মৃতদেহ ভাসমান থাকার বিষয়ে তাদের কেউ কোন কিছু জানায়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নাজমুর হক/সাতক্ষীরা