সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক ৭ আশ্চর্যের একটি নির্বাচিত করার লক্ষ্যে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে পাবনায় বৃহস্পতিবার র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

অফিসিয়াল পাটিনাম স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও বন বিভাগের যৌথ আয়োজনে সকাল ১০ টায় র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পাবনা জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান সুন্দরবনকে ভোট দেবার জন্য নাগরিক দায়িত্ব ও কর্তব্য হিসেবে উলেখ করে উপস্থিত সকলকে ভোট দেবার জন্য অনুরোধ করে বক্তব্য দেন। উপস্থিত সকলে সুন্দরবনকে বিশ্বের প্রাকৃতিক ৭ আশ্চর্যের একটি নির্বাচিত করতে তাৎক্ষনিকভাবে ভোট প্রদান করে।

উলেখ্য, আজ ১১ নভেম্বর বিকাল ৫ টার মধ্যে প্রেরিত সকল ভোটই গ্রহণ করা হবে। এর পরে সুন্দরবনকে নির্বাচিত করার জন্য আর কোন ভোট প্রদান করা যাবে না।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কলিট তালুকদার/পাবনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here