সুন্দরগঞ্জে গভীর রাতে পরকীয়ার টানে মালয়েশিয়ায় প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে অবৈধ মেলামেশার ঘটনায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর বেকাটারী গ্রামের আয়াত আলীর পুত্র মোস্তাফিজার রহমান মালয়েশিয়ায় ৪ বছর ধরে অবস’ান করছেন। এই সুবাদে প্রতিবেশী সুদে কারবারি ও জুয়ারু আঃ রহমান (৩৮) মোস্তাফিজারের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে চুপি সারে উভয়ের দৈহিক মেলামেশা চলতে থাকে। এ ঘটনা প্রতিবেশী লোকজন জানতে পেরে রবিবার রাতে আঃ রহমানকে আটক করে। পরে এক শালিসের মাধ্যমে রহমানের ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা