এম এ কাসেম, সুনামগঞ্জ থেকে:
দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প কিছুই নেই। তাই সকল দলমত নির্বিশেষে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে এক যোগে কাজ করতে হবে। সুনামগঞ্জ শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছে। তাই এ জেলায় শিক্ষার উন্নয়নের জন্য কার্যকরি পদক্ষেপ নিতে হবে।
শনিবার সুনামগঞ্জে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। বেলা ১১টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার প্রধান শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পরিমল সিংহের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রিয় আওয়ামী লীগের কায নির্বাহী সদস্য এমএ মান্নান। আরো বক্তব্য রাখেন, সিলেট বিভাগের শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল খয়ের, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিমল কানি- দে। স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম।