এম এ কাসেম, সুনামগঞ্জ থেকে:

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭২ বোতল অফিসার্স চয়েস  মদসহ  ১ জনকে গ্রেফতার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার, রাতে গোপন সংবাদের ভিত্তিতে  দক্ষিণ সুনামগঞ্জ থানা  এস আই একেএম জালাল উদ্দিন,এস আই মুখলিছুর রহমান ও এ এস আই শামীম আকঞ্জীর এক যৌথ অভিযানে উপজেলার পুর্ব বীরগাওঁ গ্রামের গ্রাম বাংলা মৎস্য হ্যাচারীর নিকটবর্তী নগডগা হাওর থেকে ৭২ বোতল ইন্ডিয়ান অফিসার্স চয়েস মদ উদ্ধার ও মো: শাফিজ নূর @ শাফিজুল (৪৫) কে গ্রেফতার করেছে। সে বীরগাঁও গ্রামের মৃত আতিব উল্লার পুত্র।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোল্লা আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here