সুনামগঞ্জের জামলগঞ্জ-মিলনগঞ্জ সড়কের নয়াহালট এলাকায় ভটভটি খাদে পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীসহ ১০জন আহত হয়েছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জামলগঞ্জ-মিলনগঞ্জ সড়কের নয়াহালট লাকায় ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত) খাদে পড়ে যায়।

এতে দুই এসএসসি পরীক্ষার্থীসহ ১০জন আহত হন।আহতরা হলেন এসএসসি পরীক্ষার্থী রুবি আক্তার(১৬) ও সাহেদা বেগম (১৬), আফরাতুন নেছা (৩৫), সফর আলী (৫৫), ইমরুল হোসেন (২৮), জিতেন্দ্র (৩০), পন্ডিত (১৭), জামাল (৪৫)।আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানে আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ কাসেম /সুনামগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here