সুনামগঞ্জের জামালগঞ্জের কালীপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালীপুর গ্রামের রবিউল ও রফিকুলের মধ্যে সবজি কেনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার,দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত হয় ৩০ জন। আহত মিতু মিয়া (৪৫), ইউসুফ আলী (৫০), আনোয়ার হোসেন (২৫), জয়নাল (৪৮), রশিদ আলী (৫০), নয়ন (২০), নুরুল ইসলাম (৬২), ও হান্নান (৫০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ কাসেম/সুনামগঞ্জ