জেলা পরিষদের প্রশাসক পদে ব্যারিস্টার এনামুল কবীর ইমনকে নিয়োগ দেয়ার প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ অব্যাহত রয়েছে।  শনিবার দুপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে সুনামগঞ্জের যেকোনো স্থানে নতুন জেলা প্রশাসককে প্রতিরোধের ঘোষণা দেয়া হয়। আজ শনিবার বেলা ১২টায় জেলা আ.লীগের রমিজ বিপনীস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে আসা নেতাকর্মীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরম্নল হুদা মুকুটকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগের দাবি জানান। ট্রাফিক পয়েন্টের সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক করুনা  সিন্ধু বাবুল, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক কমল কান্তি কর, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, পঙ্কজ চৌধুরী, রঞ্জিত চৌধুরী রাজন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যে ব্যক্তির সঙ্গে আ. লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কোন যোগাযোগ নেই, এমন ব্যক্তিকে নিয়োগ দিলে আ. লীগ ক্ষতিগ্রস্ত হবে। ইমনের নিয়োগ স্থগিত করে নীতি নির্ধারকদের কাছে এই পদে জেলা আ. লীগের সাধারণ সমপাদক নুরুল হুদা মুকুটের নাম ঘোষণার দাবি জানায় তারা।বক্তারা আরও বলেন, ইমন সব সময় ঢাকায় অবস্থান করেন। সুনামগঞ্জে আসেন মাঝে মধ্যে। জেলার উন্নয়নে তিনি কিছুই করেননি। তাই সুনামগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখার জন্য দলের একজন পরীক্ষিত লোককে নিয়োগ দেয়া সময়ের দাবি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ কাসেম/সুনামগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here