সুনামগঞ্জে জেলা পরিষদের প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ১০জন আহত হয়েছে। আজ রোববার দুপুর দেড়টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৫রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে উকিলপাড়া পর্যন্ত দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে ঘন্টাব্যাপী। এ সময় ওই এলাকা রনক্ষেত্রে পরিণত হয়। আজ দুপুরে প্রথম সংঘর্ষের সূত্রপাত হয় ট্রাফিক পয়েন্ট এলাকায়। এ সময় ছাতক থেকে নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে অভিনন্দন জানিয়ে একটি মিছিল আসলে জেলা আ.লীগের সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুটের অনুসারীরা ধাওয়া দিয়ে মিছিলটি পন্ড করে দেয়। ব্যানার ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এর পরপরই ট্রাফিক পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে মুকুট অনুসারীরা। দুপুর দেড়টার দিকে ব্যারিস্টার ইমনের লোকজন মিছিল বের করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ইট পাটকেল নিক্ষেপে সাংবাধিক সহ ১০জন আহত হয়। আতহদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর আগে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে রাখে নুরুল হুদা মুকুট অনুসারীরা। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫রাউন্ড টায়ারসেল নিক্ষেপ করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হিসেবে ব্যারিস্টার ইমনকে নিয়োগ দেয়া হলে ব্যারিস্টার ইমন ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ কাসেম/সুনামগঞ্জ