এম এ কাসেম, সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জের তাহিরপুরে ব্রীজ নির্মানে ফাইলিং এর চেইন ছিড়ে খাম্বা ছিটকে পড়ে ১ জনের মৃত্যু, ৩জন গুরুতর আহত।
৭ জানুয়ারী শুক্রবার বিকাল ৫টায় যৌথ ঠিকাদারী প্রতিষ্টান হাজী সাদেক আলী এন্ড সন্স,পূজা এন্টারপ্রাইজ ও এম নবী হোসেন এন্টারপ্রাইজ এর তাহিরপুর-বাদাঘাট রাস-ায় ১৯০ মি: চে: বৌলাই নদীর উপর ৯৭.৫০ আর সি সি গার্ডার ব্রীজ নির্মান এর ফাইলিং কাজ চলছিল। কাজ চলাকালীন সময়ে ফাইলিং এর চেইন ছিড়ে খাম্বা ছিটকে পড়লে দর্শনার্থী তাহিরপুর রামকৃষ্ণ মিশনের পুরোহিত পবন গাংগুলী (৪৫), তাহিরপুর এলজিইডির কার্য্যসহকারী আব্দুল জলিল(৪০) নির্মান শ্রমিক সাঈদ (৩০),দেলোয়ার (২২) গুরুতর আহত হয়।
গুরুতর আহতদের তাহিরপুর উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পবন গাংগুলিকে মৃত বলে ঘোষনা করেন। অপর ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়।