সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মসজিদঘর দূর্বৃত্তরা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে উপজেলার পাইলগাঁও ইউনিয়ননের উলুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের পূর্বের মাঠের কবরস্থান সংলগ্ন সরকারী খাস জায়গায় গ্রামবাসী উলুকান্দি জামে মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করে ধর্মীয় অনুষ্টানাদী পালন করে আসছেন। গ্রামবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে খাসিয়াপাড়া গ্রামের দবির মোল্লা উক্ত ভূমি দখল করার পাঁয়তারা করছিলেন। আজ ভোরে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ৪০/৫০ জনের একদল লোক নিয়ে এসে তিনি মসজিদ ঘরটি ভেঙ্গে নিয়ে যান।মসজিদের মোতায়াল্লী আতাউর রহমান জানান, টিনসেট ছোট ঘরে আমরা মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করে আসছিলাম। দুর্বৃত্তরা মসজিদের মালামাল কোরআন শরীফ, ও মাইক নিয়ে গেছে। মসজিদে থাকা ইমামকে ভয়ভীতি দেখিয়ে চারটি নৌকাযোগে আসা শসস্ত্র ৩০/৩৫জনের দল মসজিদ ভেঙ্গে মালামাল নিয়ে যায়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আপ্তাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জানান, গ্রামবাসীরা জানিয়েছেন দবির মোলস্নার নের্তৃত্বে একদল লোক এসে মসজিদটি ভেঙ্গে নিয়ে গেছে। অভিযুক্ত দবির মোল্লা জানান, আমি কোন মসজিদ ভাংচুর করিনি। আমার দুটি টিনসেট ঘর উলুকান্দি গ্রামের লোকজন দখল করে রাখছিল। আমি আমার লোক নিয়ে একটি ভেঙ্গে এনেছি। এসব জায়গা নিয়ে তাদের সাথে আমার মামলা চলছে। জগন্নাথপুর থানার এস.আই রফিক মিয়া জানান, ঘটনাস্থল পরির্দশন করে যে আলামত পাওয়া গেছে তাতে দেখা গেছে একটি ছোট টিনসেট ঘর ভাংচুর হয়েছে। মসজিদের কোন আলামত পাওয়া যায়নি। গ্রামে বর্তমানে বড় পাকা জামে মসজিদ বিদ্যমান রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ কাসেম/সুনামগঞ্জ