বাংলাদেশের চলচিত্র জগতের পর্দা কাপানো জনপ্রিয় তিন নায়িকা সুচন্দা, ববিতা ও চম্পা তিন বোন বুধবার তার মামা বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের আরাজী মন্ডলগাতী গ্রামে এসেছেন। সঙ্গে এসেছেন ভাই সাহিদুল ইসলাম চাচ্ছিল। এই তিন নায়িকা তার মা ডাঃ বেগম জাহানারা’র নামে এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করবেন বলে জানাগেছে। চলচিত্র জগতের কিংবদন্তীতুল্য এই তিন নায়িকা নড়াইলে আসছেন এমন খবরে এক নজর দেখার জন্য রাস্তার দু’পাশের হাজার হাজার নারী-পুরুষ ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা দাড়িয়ে থাকেন এবং তাদেরকে শুভেচ্ছা জানান। এসময় এলাকার শতাধিক মানুষ মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে লোহাগড়ার মোল্লার মাঠ থেকে তাদেরকে গ্রামে নিয়ে আসেন। তার ভাই শাহিদুল ইসলাম চাচ্ছিল জানান, মঙ্গলবার বাংলাদেশ বিমানযোগে যশোরে এসে আত্মীয় বাড়ি রাত যাপন করেন এবং গতকাল মাইক্রোযোগে মামার বাড়ি আসেন। এসময় অভিনেত্রী সুচন্দা সাংবাদিকদের জানান, ছোটবেলায় নানা বাড়িতে অনেক সময় কাটিয়েছেন। শৈশবের সেই স্মৃতি এখনো ভুলবার নয়। মা পেশায় একজন চিকিৎসক ছিলেন। কিন্তু অকালেই তিনি মারা যান। মায়ের স্বপ্ন পূরণ এবং এলাকার সুবিধা বঞ্চিত মানুষের সেবার জন্য একটি হাসপাতাল নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। অভিনেত্রী ববিতা বলেন, জীবনের একটি সময় দায়িত্ব আসেই। তাই সামাজিক দায়িত্ব থেকে নানা বাড়ির ভিটায় মায়ের নামে হাসপাতাল করবেন। তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক সুবিধা বঞ্চিত শিশু অধিকার প্রতিষ্ঠার আন্তজাতিক সংগঠন ডিসিআইআই অ্যাম্বাসিডর নিযুক্ত হওয়ার পর তিনি বাংলাদেশে একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব দেন। প্রসত্মাবটি গৃহীত হওয়ার পর ডিসিআইআই প্রয়োজনীয় তথ্য জরিপ ও জায়গা নির্ধারণ করতে বলেছে। এখানে ৪ ভাইবোন দু’দিন অবস্থান করে হাসপাতালের জন্য জায়গা নির্ধারণ করবেন। অভিনেত্রী ববিতার মামাতো ভাই খন্দকার শাহ্ জালাল সেলিম জানান, হাসপাতাল নির্মাণের খবরে শুধু আমরা নই এলাকার সবাই ভীষণ খুশি হয়েছি। এখানে হাসপাতালটি নির্মিত হলে এলাকার প্রায় ৩০ হাজার লোক উন্নত চিকিৎসা সেবা পাবেন। এ ব্যাপারে গতকাল বিকেলে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীদের নিয়ে এক মত বিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি.এম নজরুল ইসলাম, সমাজ সেবক সাহিদুর রহমান প্রমুখ। এখানে তাদের অবস্থানকালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আব্দুস সালাম/নড়াইল