নিজস্ব প্রতিবেদক। ইউনাইটেডিউজ ২৪.কম

swiss_bank_bangladeshঢাকা: সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) এক বছরে বাংলাদেশীদের সঞ্চয় ১০ শতাংশ বেড়েছে।

গত ২০১৫ সালে বাংলাদেশীদের সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ কোটি ৮ লাখ সুইস ফ্রাঙ্ক স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৪ হাজার ৮৪৭ কোটি টাকা (প্রতি সুইস ফ্রাঙ্ক ৮৮ টাকা হিসাবে)।

এর আগে ২০১৪ সালে এ অর্থের পরিমাণ ছিল ৪ হাজার ৪৫২ কোটি টাকা। এ হিসেবে এক বছরে বেড়েছে ৩৯৫ কোটি টাকা।

এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান এবং ভারতের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান।

বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

তবে কোনো বাংলাদেশী তার নাগরিকত্ব গোপন রেখে টাকা জমা করে থাকলে তার হিসাব বা তথ্য এই প্রতিবেদনে আসেনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here