এম এ কাসেম, দক্ষিণ সুনামগঞ্জ থেকে:
চোরাচালানের নিরাপদ রুট সুনামগঞ্জের তাহিরপুরের সীমান- অঞ্চল। ১০ কিলোমিটার সীমান- পথের ৮ টি পয়েন্ট দিয়ে প্রতিদিনই আসছে ভারতীয় বিভিন্ন র্ব্যান্ডের মদ আর বিনিময়ে যাচ্ছে ডিজেল, গুড়ো দুধ,ও মেলামাইন সামগ্রী।ভারতের ঘাসিয়া রাজ্যের সীমান- ঘেষা উপজেলা তাহিরপুর। তাহিরপুর উপজেলায় ১০ কিলোমিটারেরও বেশী সীমান- অঞ্চল রয়েছে। আর এ সমস- সীমান- অঞ্চলের মুকসেদপুর, লাউরেরগড়, বারেকটিলা,চানপুর, বড়ছরা, লালঘাট, চারাগাও,বাগলি-বীরেন্দ্রনগর সহ ৮ টি পয়েন্ট দিয়ে চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদনিই ভারত থেকে আমদানী হচ্ছে এসি ব্ল্যাক,রয়েল স্টেজ,অফিসার চয়েজ,ম্যাগডোনাল,হুইস্কি সহ বিভিন্ন ব্যান্ডের মদ ।
সেই সাথে আসছে গাজা ও হিরোইন। এ সমস- মাদক দ্রব্য সীমান- অঞ্চল সহ আশপাশের উপজেলার চাহিদা মিটিয়ে পুলিশ প্রশাসন ও বিজিবি সদস্যদের সুকৌশলে ম্যানেজ করে চোরাচালান সিন্ডিকেট সদস্যরা দেশের অভ্যন-রে ছড়িয়ে দিচ্ছে। অন্যদিকে ভরাতে ডিজেল ,গুড়ো দুধ ও মেলামাইন সামগ্রীর মূল্য অধিক থাকায় চোরাচালান সিন্ডেকেট বেশী মুনাফা লাভের আশায় দেশীয় এ সব সামগ্রী ভারতে পাচার করছে আর ভরাতীয় ব্যবসায়ীরা তাদের দেশের চাইতে কম মূল্যে এ সমস- দ্রব্য সামগ্রী ক্রয় করতে পেরে বাংলাদেশের চোরাচালানীদের ব্যাপকভাবে উৎসাহিত করছে।
মাঝে মধ্যে থানা পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে দু,চারজন চোরাচালানী গ্রেফতার ও মালামাল সামগ্রী আটক করে জেল হাজতে প্রেরন করলেও আইনের ফাক-ফোকর দিয়ে চোরাচালানীরা বেড়িয়ে এসে আবারো জড়িয়ে পড়ছে চোরাচালানে। চলতি জানুয়ারী মাসের শুরু থেকে গতকাল শুক্রবার পর্যন- তাহিরপুর থানা পুলিশ দু,চোরাচালানীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে এবং ৩ শ ৮৫ পিস ভরাতীয় বিভিন্ন ব্যান্ডের মদের বোতল উদ্ধার করেছে।
শুক্রবার তাহিরপুর থানা চত্বরে উদ্ধারকৃত মদের বোতল দেখতে গিয়ে তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যন বেরাহান উদ্দিন বলেন, চোরাচালানের মাধ্যমে আসা মেয়াদোত্তীর্ন ভারতীয় মদপানে তাহিরপুরে ২-৩ জন যুবক প্রান হারিয়েছে এবং যুব সমাজ দিনদিন মাদকাশক্ত হয়ে উঠছে। পুলিশ প্রশাসনের এ লক্ষ্যে জোড়ালো ভূমিকা নেয়া দরকার।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ কাজী বজলে মওলা বলেন,আমি তাহিরপুর যোগদানের পর থেকে মাদকদ্রব্য নিয়ে বেশ কটি সাড়াশি অভিযান চালিয়ে ৫-৭জনকে গ্রেফতার করে জেল হাজতে পাটিয়েছি সেই সাথে প্রায় হাজারেরও বেশী ভরাতীয় মদের বোতল উদ্ধার করেছি। এ লক্ষ্যে আমাদের পুলিশী অভিযান অব্যাহত থাকবে।