সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন কালিয়ানী সীমান্ত থেকে বিজিবি সদস্যরা ১২শ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মতিউর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে পার্শ্ববর্তী শার্শা উপজেলার কালিয়ানী মাঠের মধ্যে ২৫/৩০ জনের একদল চোরাচালানীকে ঘেরাও করা হয়। পরে গোগা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করার চেষ্টা করলে তারা ফেনসিডিল ভর্তি ২৫ টি কার্টুন ফেলে পালিয়ে যায়।
এ সময় তাদের ফেলে যাওয়া ২৫ টি কার্টুন থেকে ১ হাজার ২শ’ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে শুক্রবার সাতক্ষীরা ৩৮ বিজিবি’র কমান্ডিং অফিসার লে: কর্ণেল আবু বাছির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোর্স মাধ্যমে প্রকৃত মাদক চোরাচালানীদের খোঁজা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
ইউনাইটেড নিউজ২ ৪ ডট কম/কামরুল হাসান/কলারোয়া