সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল মোটরশ্রমিকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।বুধবার বেলা ২টায় জেলার ছাতক উপজেলার হিউম্যান হুলার শ্রমিক সমিতি জাউয়া পশ্চিম শাখা ও একই উপজেলার বড়কাপন শ্রীপুর শাখার শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।এ দিকে এ ঘটনায় আহত মোস্তাক (৪৮), আলীনুর (২৪), আলী আহমদ (২৮), শামীম (২৫), গৌছ আলী(২৮), খলিল(৩৫), লালশাহ (৩০), রসক উদ্দিনকে (২৫) কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সময় আড়াই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।পুলিশ জানায়, বুধবার বেলা ১টায় শ্রীপুর হিউম্যান হুলার শ্রমিক সমিতি জাউয়া পশ্চিম শাখার শ্রমিকরা লেগুনা যাত্রী নিয়ে যাওয়ার সময় বড়কাপন শ্রীপুর সমিতির লোকজন তাদের বাধা দেয়। এরই জের ধরে উভয়পক্ষের শ্রমিকরা দুপুর ২টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বড়কাপন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়লে ১০জন আহত হয়।
সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিকাল ৪ টার দিকে যান চলাচল স্বাবাবিক হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ কাসেম/সুনামগঞ্জ