সিলেট প্রতিনিধি ::

সিলেটে হঠাৎ করেই শিলা বৃষ্টি হয়েছে, এতে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে ঝড়ের পাশপাশি শিলা বৃষ্টি শুরু হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো চলে এই শিলা বৃষ্টি। এসময় ঝড়ো হাওয়া, বজ্রসহ শিলাবৃষ্টির সঙ্গে ছিল দমকা বাতাস, এ অবস্থা চলতে থাকে প্রায় আধাঘণ্টা। 

এতে ব্যাপক ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টিতে সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। বড় বড় শিলায় নগরীর বিভিন্ন জায়গায় মাইক্রোবাস (কার), সিএনজি (অটোরিকশা) চালিত যানবাহনের ক্ষতি হয়। বিভিন্ন বাসার জানালার কাঁচ, টিনের চাল শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়াও সিলেট নগরী সহ বিভিন্ন একাকায় পথচারীরা শিলার আঘাতে আহত হয়েছেন।

এদিকে সিলেট নগরীতে হঠাৎ শিলা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঈদের শপিংয়ে আসা ক্রেতারা। হঠাৎ করেই শিলা বৃষ্টি শুরু হলে দিক বেদিক ছুটোছুটি করে বিভিন্ন মার্কেটে আশ্রয় নেন তারা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here