সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগে একজন নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাসটি দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনা মসজিদ মার্কেটের সামনে আসা মাত্র কিছু লোক হঠাৎ তা আটকে আগুন ধরিয়ে দেয়।
এতে অজ্ঞাতনামা একজন নিহত ও কমপক্ষে ১১জন আহত হয়। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে সিলেট ও হবিগঞ্জ পরিহন মালিকদের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
এদিকে, উপজেলার বদিকোণা ও ধরাধরপুর এলাকাবাসী দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের সাথে এলাকাবাসীর প্রায় দুই ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
এতে সিলেট-ঢাকা মহাসড়কে প্রায় ৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।
এছাড়া ঢাকায় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের জের ধরে সিলেট মহানগরীতে ব্যাপকভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর শুরু হয়।
বেলা ২টা পর্যন্ত নগরীর চৌহাট্রা, সোবহানীঘাট, দক্ষিণ সুরমাসহ বিভিন্ন এলাকায় অন্তত শতাধিক যানবাহন ভাঙচুর হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে কে কারা এসব যানবাহন ভাঙচুর করেছে তা জানা যায়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিলেট