ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ সিরিয়ার বিরোধী দলীয় নেতাদের সাথে সোমবার লন্ডনে এক বৈঠক করবেন বলে ঘোষণা করা হয়েছে।
দামেস্ক প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বাধীন সরকার এই ঘোষণায় ক্ষুব্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, সিরিয়ার বিরোধী দলীয় নেতাদের সঙ্গে মি. হেগের বৈঠকটি হলো দামেস্ক সরকারের ওপর চাপ বাড়ানোর একটা সূক্ষ্ম কৌশল।
মনে করা হচ্ছে, এই বৈঠকে মি. হেগ সিরিয়ার বিরোধী নেতাদের অনুরোধ করবেন যেন তারা নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলে দেশের ভবিষ্যতের জন্য একটি অভিন্ন রাজনৈতিক মঞ্চ তৈরি করেন।
বিরোধী দলীয় নেতারা ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের শীর্ষ কর্মকর্তাদের সাথেও কথাবার্তা বলবেন।
দামেস্কের সরকার এই ঘটনায় নি:সন্দেহে উদ্বিগ্ন হবে।
বিষয়টি বিরোধীদলকে উৎসাহিত করলেও সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিকল্প হিসেবে এখনও তাদের স্বীকৃতি দেয়া হচ্ছে না।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর সিরিয়ায় বিরোধীদের সাথে সার্বক্ষণিক যোগযোগের জন্য একজন উর্দ্ধতন কূটনীতিকও নিয়োগ করতে যাচ্ছে।
১৯৯০-এর দশকে ইরাকের বিরোধীদলের সাথে যোগাযোগের ক্ষেত্রেও তারা একই ধরনের নিয়োগ করেছিল। ইরাকে এরাই এখন ক্ষমতায় রয়েছে।
তাই, সিরিয়ার বর্তমান শাসকদের জন্যও বার্তাটা বেশ পরিষ্কার।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক