সিরিয়ার হোমস শহরে শনিবার সেনাবাহিনীর অতর্কিত হামলায় কমপক্ষে ১০০ জন মারা গেছেন।
বিবিসি সূত্রে জানা গেছে, ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটেছে। এতে অনেকে মারাত্মক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সেনাবাহিনী থেকে পালিয়ে বিক্ষোভে যোগ দেয়া ১৯ নিরাপত্তা কর্মীকে আটক করা হয়। এরপরই সেনাবাহিনী এ হামলা চালায়।

এদিকে ১৯৮২ সালে সিরিয়ায় সংঘটিত গণহত্যার সময় নিহতদের স্মরণে হামা শহরে শুক্রবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন।

উল্লেখ্য, ১৯৮২ সালের গণহত্যায় প্রেসিডেন্ট আসাদের বাবা ও সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের নির্দেশে ১০ হাজারেরও বেশি লোক হত্যা করা হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here