
বিরোধী দলীয় সংগঠন আলেপ্পো মিডিয়া সেন্টারের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিএনএনেএ কথা জানায়।
সরকার নিয়ন্ত্রিত আল-নায়রাব সামরিক বিমানঘাঁটি থেকে ওই হামলা চালানো হয় বলে সেন্টার জানায়।।এতে নারী ও শিশুসহ ২৫ জন নিহত হয়।বাসটিও বিধ্বস্ত হয়।
এর আগে আলেপ্পোতে সরকারি বাহিনীর গত দু সপ্তাহের বিমান হামলায় ৫১৭ জন প্রাণ হারিয়েছিল বলে মানবাধিকার লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছিল। এসব হামলায় ব্যারল বোমা ব্যবহার করে সিরিয় বাহিনী।