সিরিয়ার হোমস শহরে সহিংসতায় ফ্রান্সের টেলিভিশন সাংবাদিক গিলেস জ্যাকুয়ের নিহত হয়েছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, সিরিয়ায় গণ-অভ্যুত্থান শুরুর পর এটাই প্রথম কোন পশ্চিমা সাংবাদিক নিহত হওয়ার ঘটনা। ফ্রান্স টু টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, সরকারি অনুমোদন নিয়ে তিনি সিরিয়া সফরে গিয়েছিলেন।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদে বলা হচ্ছে, সিরিয়ায় এদিন ৮ জন নিহত হন। তাদের মধ্যে ওই সাংবাদিকও ছিলেন। এদিকে নিহত ওই সাংবাদিকের এক সহকর্মী বলেছেন, ঘটনার কয়েক মুহূর্ত আগে তারা সরকার-সমর্থকদের একটি সমাবেশে কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছিলেন। সরকারবিরোধী দলগুলো দাবি করেছে, সিরিয়ায় গতকাল ২৪ জন নিহত হন। আর হোমসে প্রাণ হারান ১০ ব্যক্তি। ওদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেইন জুপ্পে এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর পূর্ণ ব্যাখ্যা দাবি করেছেন।

উল্লেখ্য, জাতিসংঘের দেয়া পরিসংখ্যান অনুযায়ী সিরিয়ায় গত বছরের মার্চ থেকে শুরু হওয়া গণ-অভ্যুত্থানে সৃষ্ট সহিংসতায় এ পর্যন্ত ৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ওদিকে সিরিয়ার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এ পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর প্রায় ২ হাজার সদস্য নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here