আরব লীগ সিরিয়াতে তার পর্যবেক্ষক দলের কাজ স্থগিত করেছে৻
এর আগে এই পর্যবেক্ষক দলের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছিল৻
তবে তারপরই সৌদি আরবসহ উপসাগরীয় ৬টি দেশ পর্যবেক্ষক দল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়৻
এর ফলে এই দলের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে৻
আরব লীগ বলছে যে, সিরিয়ায় পরিস্থিতির গুরুতর অবনতি এবং সহিংসতা অব্যাহত থাকার কারণেই তাদের পর্যবেক্ষক দলের কাজ স্থগিত করা হয়েছে৻
তাদের পর্যবেক্ষকরা আপাতত সিরিয়াতেই অবস্থান করবেন বলেও বলা হয়েছে৻
অন্যদিকে রাজধানী দামেস্কের উপকণ্ঠসহ বিভিন্ন শহর এলাকাতেও সংঘর্ষ, বোমাবাজি ও গোলাগুলিরও খবর পাওয়া গেছে৻
আরব লীগের পর্যবেক্ষক দলের কাজ গত সপ্তাহেই আরো একমাসের জন্যে বাড়ানো হয়েছিল এবং তারপর থেকে বলা হচ্ছে যে কম করে হলেও দুশোর মতো মানুষ নিহত হয়েছে৻খবর : বিবিসি
আরব লীগের মহাসচিব নাবিল আল আরাবি নিউ ইর্য়কের পথে রওনা দিচ্ছেন৻
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মঙ্গলবার সিরিয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে৻
মি. আল আরাবি এর পাশাপাশি রাশিয়ার সাথেও কথা বলছেন৻ আরব লীগের শান্তি পরিকল্পনায় তিনি মস্কোর সমর্থন চাইছেন৻
এই পরিকল্পনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে গিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের কথা বলা হয়েছে৻
প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ট বলে পরিচিত তুরষ্কও এই প্রস্তাবে জোর সমর্থন দিয়েছে৻
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক