সিরিয়ার হোমস শহরের ওপর সরকারি বাহিনীর প্রচন্ড বোমা ও গোলা বর্ষণে অন্তত দুশো লোক নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে৻
সরকার বিরোধী বিক্ষোভকারীরা এবং মানবাধিকার কর্মীরা বলছেন, দামেস্কের উত্তরে এই শহরে শুক্রবার মধ্যরাত থেকে প্রচন্ড হামলা শুরু হয়৻ খবর : বিবিসি
সিরিয়ার সরকার অবশ্য এই খবরে সত্যতা অস্বীকার করেছে৻ তারা বলছে, এটা বিরোধীদের অপপ্রচার৻ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে প্রস্তাবের পক্ষে সমর্থন আদায়ের জন্য এই অপপ্রচার চালানো হচ্ছে সিরিয়ার সরকার অভিযোগ করছে৻
বিধ্বস্ত শহর
সরকার বিরোধীরা জানাচ্ছে, সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছে হোমস শহরের খালিদিয়া অঞ্চলে৻ অনেক ভবন সেখানে বোমায় ধ্বংস হয়ে গেছে৻ ধ্বংসস্তুপের নীচ থেকে এখনো লোকজনকে টেনে বের করা হচ্ছে৻
ইন্টারনেটে প্রকাশ করা কিছু ভিডিওতে দেখা যাচ্ছে রক্তের স্রোতের মধ্যে অনেক দেহ পড়ে আছে৻
সিরিয়ার সরকার হঠাৎ কেন হোমস শহরের ওপর নতুন করে এই তীব্র হামলা শুরু করলো তা এখনো পরিস্কার নয়৻
হোমস শহরের কিছু এলাকা সরকার বিরোধী ‘ফ্রি সিরিয়ান আর্মি‘র শক্ত ঘাঁটি বলে পরিচিতি৻
কোন কোন সূত্রে বলা হচ্ছে, সরকার পন্থী মিলিশিয়া বাহিনী হোমস শহরের সরকারি হাসপাতালে হামলা চালায়৻ সেখান থেকে তারা আহত লোকজনকেও ধরে নিয়ে গেছে৻
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক