সিরিয়ায় নিরাপত্তা বাহিনী সরকারবিরোধী বিক্ষোভ দমনের উদ্দেশ্যে তৃতীয় বৃহত্তম শহর হমসে গোলাবর্ষণ জোরদার করেছে৻
প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বছরখানেক ধরে যে বিক্ষোভ চলছে তার কেন্দ্র হয়ে উঠেছে এই শহর৻
সেখানে একটি হাসপাতালের উপরেও গোলাবর্ষণ করা হয়েছে বলে জানা যাচ্ছে৻
সরকারি বাহিনীর হামলার মূল কেন্দ্র সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হমস৻খবর : বিবিসি
রাজধানীর উত্তরের এই শহরে যেসব এলাকা বিরোধীদের নিয়ন্ত্রণে, বিশেষ করে গত কয়েক মাস ধরে বিরোধীরা যেখানে তীব্র বিক্ষোভ করছে, সেই বাবা আমর এলাকায় সেনাবাহিনীর অভিযান জোরালো হয়েছে৻
বিবিসির একজন সংবাদদাতা, যিনি হমস শহরের ভেতরে ঢুকতে পেরেছেন, তিনি জানাচ্ছেন এই আক্রমণ আগের তুলনায় অনেক বেশি তীব্র হয়েছে৻
হমসে বিক্ষোভকারীরা বলছেন, ট্যাঙ্ক ও কামান থেকে গোলাবর্ষণ করা হচ্ছে, চালানো হচ্ছে রকেট হামলা৻
গত মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের দাবিতে আন্দোলন শুরু হওয়ার পর সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর এতো বড়ো রকমের অভিযান চালানো হয়নি৻
সেনাবাহিনীর সদস্যরা এই প্রথম দূর থেকে বাড়িঘর লক্ষ্য করে গোলাবর্ষণ করছে৻ শহরের এই পরিস্থিতিতে বিবিসির সাথে টেলিফোনে কথা বলার সময় একজন বাসিন্দা চাইছিলেন আন্তর্জাতিক সহায়তা৻
তিনি বলছেন, ‘আপনাদের অথবা আল্লাহর সাহায্য দরকার৻ কারণ আমরা বুঝতে পারছি আমাদের সাথে কেউ নেই৻ আমাদের ফেলে চলে গেছে জাতিসংঘও৻ বাশার আল আসাদকে তারাই কখনো লাল আবার কখনো সবুজ সংকেত দিচ্ছে৻
তীব্র গোলাগুলির আওয়াজের মধ্যে কথা বলছিলেন তিনি৻ একসময় এই আওয়াজ তীব্র হলে, ‘আমাকে যেতে হবে, এখনই যেতে হবে‘ বলতে থাকেন ওমর৻ এবং তারপরই টেলিফোনের লাইন কেটে যায়৻
সংবাদদাতারা বলছেন, আহতদেরকে অস্থায়ী হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে আর শুধুমাত্র রাতের অন্ধকারে চোরাগোপ্তা হামলার ভয়ে গোপনে মৃতদেহ দাফন করা হচ্ছে৻
ইন্টারনেটে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাবা আমর এলাকার একটি হাসপাতালেও গোলাবর্ষণ করা হয়েছে৻ উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে মৃতদেহসহ মারাত্মকভাবে আহত লোকজনকে বের করে আনার চেষ্টা করছে৻
এই হাসপাতালে ছিলেন ড্যানি নামের এই ব্যক্তি৻ তিনি বলছেন, ‘পরিস্থিতি খুবই খারাপ৻ কেউ জানে না কি করতে হবে৻ তারপর একটা রকেট এসে পড়লো৻ পুরো হাসপাতাল ধ্বংস হয়ে গেছে৻ তারা রোগীদের, ডাক্তারদের হত্যা করলো৻ এখন শুধু একটা হাসপাতালই বাকি আছে৻‘
বিদ্রোহী যোদ্ধারা যেদিক থেকে গোলাগুলির আওয়াজ আসছে সেদিকে পাল্টা গুলি ছুঁড়ছে৻
সংবাদদাতারা বলছেন, ফ্রি সিরিয়ান আর্মি ব্যবহার করছে কালাশনিকভ রাইফেলের মতো ক্ষুদ্র অস্ত্র যা সরকারি বাহিনীর ভারী অস্ত্রের বিরুদ্ধে খুব বেশি কার্যকরী হচ্ছে না৻
তবে নিরাপত্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের এখনও সরাসরি সংঘর্ষ হয়নি৻ শহরের বাসিন্দারা বাড়িঘরের বারান্দায় দাঁড়িয়ে, আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে চিৎকার করছে৻
বিক্ষোভকারীরা বলছেন যে, বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা আরো একটি এলাকা, রাজধানী দামেস্কের পশ্চিমে, জাবাদানি শহরেও সেনাবাহিনী হামলা শুরু করেছে৻
অগণিত ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এই এলাকা৻ সংবাদদাতারা বলছেন যে, বিভিন্ন ভবনের ওপরে তারা গোলাবর্ষণ করতে শুরু করেছে৻
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শনিবার চীন ও রাশিয়ার ভিটোর পর সিরিয়ায় সরকারি সংবাদপত্রগুলোতে সরকারবিরোধীরা যেখানে অবস্থান নিয়েছে সেসব জায়গায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের ওপর জোর দেওয়া হয়েছে৻
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক