ছয়টি উপসাগরীয় দেশ ঘোষণা করেছে যে তারা সিরিয়ায় আরব লীগের পর্যবেক্ষণ মিশন থেকে তাদের প্রতিনিধিদের প্রত্যাহার করে নিচ্ছে৻
গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য এই ছয়টি দেশ জানিয়েছে, তারা সৌদী আরবের পদাংক অনুসরণ করে এই সিদ্ধান্ত নিয়েছে৻ খবর : বিসিসি
এর আগে গত রোববার সৌদী আরবও সিরিয়া থেকে তাদের পর্যবেক্ষকদের প্রত্যাহার করে নেয়৻
সৌদী আরব অভিযোগ করেছিল যে, আরব লীগের সঙ্গে করা চুক্তি সিরিয়া মানছে না৻
সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ দমনে সরকারের নিরাপত্তা বাহিনী সহিংসতা চালাচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, তা তদন্তে আরব লীগের পর্যবেক্ষকরা সেখানে যায়৻
জিসিসির এই ছয়টি দেশের মধ্যে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতও রয়েছে৻
জিসিসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে সহিংসতা বন্ধে সিরিয়ার ওপর চাপ দেয়ার জন্য৻
সিরিয়ায় বিরোধীদের সাথে মীমাংসায় বসার এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের যে প্রস্তাব আরব লীগ করেছে, সিরিয়ার সরকার এর আগে তা প্রত্যাখান করেছে৻
সিরিয়ার সরকারের পক্ষ থেকে আরব লীগের এ ধরনের প্রস্তাবকে চক্রান্ত হিসেবে আখ্যা দেয়া হয়েছে৻
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক