আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ সহচর এবং দেশটির দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম মারা গেছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাতে তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।
সোমবার (১৬ নভেম্বর) মুয়াল্লেমের মৃত্যুর খবর প্রকাশ করলেও কী কারণে তার মৃত্যু হয়েছে তা বলা হয়নি। তবে তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং তার হৃদরোগের সমস্যা ছিল বলে জানা গেছে।

মৃত্যুর সময় মুয়াল্লেমের বয়স হয়েছিল ৭৯ বছর। ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে এসেছেন।

১৯৪১ সালে রাজধানী দামেস্কে জন্মগ্রহণ করেন মুয়াল্লেম। ১৯৯০-৯৯ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে সিরিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here