ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
সিরিয়ার উত্তরে তুরস্ক-সমর্থিত যোদ্ধাদের বিরূদ্ধে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর হামলায় বেসামরিক নাগরিকসহ ১১ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর সোমবার একথা জানায়।
ব্রিটেন ভিত্তিক মনিটরের উদ্ধৃতি দিয়ে বৈরুত থেকে এএফপি জানায়, ‘একটি সামরিক অবস্থানে বোমা হামলায় দুই সন্তানসহ এক নারী ও একজন পুরুষ নিহত হয়েছে। তুরস্কে আঙ্কারা-সমর্থিত দলগুলো এদের মানব পাচারের কাজে ব্যবহার করত।’ ওই ঘটনায় উত্তর-পূর্ব সিরিয়ার বিশাল অংশ নিয়ন্ত্রণকারী কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর অভিযানে তুরস্ক সমর্থিত ৭ যোদ্ধাও নিহত হয়েছে।
সিরিয়ার অভ্যন্তরে একটি নেটওয়ার্ক সূত্রের বরাত দিয়ে মনিটরটি জানায়, এসডিএ’র বিশেষ বাহিনী তুরস্ক সমর্থিত গোষ্ঠীর সামরিক অবস্থানে অনুপ্রবেশ করে তিন যোদ্ধাকে হত্যা করেছে।
অবজারভেটরি জানায়, এসডিএফ অবস্থান প্রত্যাহার করার সাথে সাথে অবস্থানটিতে লুকোনো বিষ্ফোরক হামলায় আরও ৭ তুরস্কপন্থী যোদ্ধা নিহত হয়। একজন নারী তার দুই শিশু সহ চার বেসামরিক লোকও এতে নিহত হয়।
এর আগে মনিটর জানিয়েছিল, রোববার এসডিএফ তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করার পরে আঙ্কারা সমর্থিত ১৫সিরিয়ান যোদ্ধা নিহত হয়।