সিরিয়ায় সরকারের নিরাপত্তা বাহিনীর দমন নিপীড়নের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র।

আরব-লীগের শান্তি প্রক্রিয়া ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।

সিরিয়ায় নিরাপত্তাবাহিনীর হাতে গত দু’দিনেই আড়াইশ’র বেশি লোক নিহত হয়েছে বলে দেশটির সরকার বিরোধী জোট বলছে।

শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আরব-লীগের পর্যবেক্ষক দলের আজ সিরিয়া যাওয়ার কথা রয়েছে।

কিন্তু সেই পর্যবেক্ষক দল সেখানে যাওয়ার আগে সহিংস ঘটনা ঘটলো।

সিরিয়ায় সরকার বিরোধী ন্যাশনাল কাউন্সিল নিরাপত্তা বাহিনীর দমন নিপীড়ন থেকে বেসামরিক লোকেদের রক্ষার জন্য আরব-লীগ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে।

সিরিয়ায় মানবাধিকার কর্মিরা বলছেন, সংঘাতে সরকারি বাহিনী এবং দলত্যাগই সেনারাও নিহত হচ্ছেন।

সিরিয়ায় এই সর্বশেষ সহিংসতা হয়েছে তুরস্কের সীমান্তের কাছে।

এমন ঘটনাকে উদ্বেগজনক হিসেবে বর্ণনা করে যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ গ্রহণযোগ্যতা এবং বৈধতা হারিয়েছে।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র জে কারনি বলেছেন, বাসার আল আসাদের বিদায় নেওয়ার বিষয়টা এখন সময়ে ব্যাপার মাত্র।

মার্কিন এই মুখপাত্র উল্লেখ করেছেন সিরিয়ায় সরকার বিরোধীরা অনেক বেশি ঐক্যবদ্ধ হয়েছে এবং সেনাবাহিনীর মধ্যেও বিরোধ বাড়ছে।

সার্বিকভাবে পরিস্থিতি এখন সাধারণ মানুষে পক্ষে এসেছে বলে তিনি মনে করেন।

যুক্তরাষ্ট্র কঠোর ভাষায় বলেছে, আরব-লীগের শান্তি প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন হতে হবে।

যদি তা না হয় ,তবে সিরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠী বলছে, যে সব জায়গায় হামলা করা হচ্ছে, সে সব এলাকাকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হোক। খবর : বিবিসি

তবে সিরিয় কর্তৃপক্ষ বলছে, যে সব সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে ,তাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here