কুল অ্যান্ড কুল কাপ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে শনিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজে টিকে থাকতে আজ বাংলাদেশের জয়ের বিকল্প নেই।
শনিবার দুপুর দেড়টায় মিরপুর শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে ১-০ ব্যাবধানে এগিয়ে রয়েছে সফরকারী পাকিস্তান। তাই এক ম্যাচ হাতে রেখে আজই সিরিজ নিশ্চিত করতে চায় মেসবাহ’র নেতৃত্বে ফর্মে থাকা পাকিস্তান।
এদিকে, সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ও প্রথম ওয়ানডে হেরে অনেকটা চাপে আছে বাংলাদেশ। তবে সিরিজের প্রতিদ্বন্দ্বিতার আশায় এ ম্যাচে ফেরার আশা করছে স্বাগতিক বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে চলতি ঘরোয়া সিরিজে ভালো করতে পারছে না বাংলাদেশ। বিশেষ করে ব্যাটসম্যানদের ব্যাটে একদমই রান নেই। পাকিস্তানের বোলারদের মোকাবেলার পথ খুঁজে পাচ্ছেন না তারা।
ব্যাটসম্যানরা বুঝতে পারছেন না উইকেটের আচরণও। এদিকে পেস ও স্পিন আক্রমণ উভয়টাতে এগিতে থাকা পাকিস্তানি বোলিং আক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছেন তারা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিংও বাড়তি দুশ্চিন্তার কারণ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ