সিরাজগঞ্জ শহরে অবস্থিত প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন ইনিষ্টটিটিউট (পিটিআই) কেন্দ্রে সন্ত্রাসীদের কর্তৃক হামলা করে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রশিক্ষনার্থীরা বৃহষ্পতিবার ক্লাশ বর্জন করে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে।

থানা পুলিশ ও প্রতিষ্ঠানের সূত্র থেকে জানা গেছে, গত বুধবার রাতে তিনজন বহিরাগত সন্ত্রাসী পিটিআই এর আবাসিক এলাকায় প্রবেশ করে। ২ জন পুরুষ হোষ্টেলের ভিতরে এবং একজন মহিলা হোষ্টেলের ছাদে উঠার চেষ্টা করে। এসময় প্রশিক্ষনার্থীরা দেখে ফেলার পর তারা ধাওয়া করে। এসময় তারা পালিয়ে যাওয়ার সময় আলামিন (২৫) নামের একজন কে আটক করে পুলিশের কাছে রাতেই সোর্পদ করে।

বৃহষ্পতিবার সকালে সন্ত্রাসীরা একজোট হয়ে পিটিআই ইনিষ্টটিটিউটএ এসে  হামলা চালায়। এসময় তারা হোষ্টেলের দরজা ও জানালা ভাংচুর করে। পরে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশ সামসুল হক এবং সন্ত্রাসীদের পক্ষ নিয়ে সহযোগীতা করার অভিযোগে প্রতিষ্ঠানের পিওন তাজুল ইসলাম সহ মোট ৭ জনকে আটক করে।

প্রশিক্ষনার্থীরা জানান, প্রতিদিন প্রতিষ্ঠানের ক্যাম্পাসের মধ্যে বহিরাগতরা এসে মাদক সেবন করে। মহিলাদের নানা ভাবে উত্যক্ত করে। মুঠোফোন, ব্যাগ কাপড় চোপর ও টাকা পয়সা প্রকাশ্যে চুরি করে নিয়ে যায়। প্রতিবাদ করলে বহিরাগতদের হামলার স্বীকার হতে হচ্ছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ আলম জানান, কিছু ভাংচুরের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ক্যাম্পাসে মাদক সেবন ও হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here