সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ পৃথক দুটি অভিযানে ৯৫০ বোতল ফেন্সিডিল, ১২ কেজি গাজা ও ট্রাক সহ ৩ জনকে আটক করেছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর নামক এলাকায় চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে ৯৫০ বোতল ফেন্সিডিল সহ চাপাই নবাবগঞ্জের শিবপুর থানার চন্ডিপুর উত্তরপাড়া গ্রামের হূমায়ন কবিরের পুত্র শামীম রেজা (২৭) ও একই এলাকার দক্ষিণ উজিরপুর গ্রামের হাজিবুল হকের পুত্র মাছুম (২৫) কে আটক করা হয়। এ সময় ফেন্সিডিল বহনকারী ট্রাকটিকেও আটক করা হয়। অপর দিকে একই স্থানে ভোর ৬ টার দিকে কুমিল্লা থেকে বগুড়াগামী রাজীব পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১২কেজি গাজা সহ কুমিল্লা জেলার বুড়িচরের আনন্দপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র আবুল হোসেনকে আটক করা হয়। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ