সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশু সহ ২ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ১৩ জন।
পুলিশ জানায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রীজ এলাকায় রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরিত মুখি অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে ১ শিশু সহ ২ যাত্রী মারা যায়। এদের মধ্যে শিশুটির পরিচয় পাওয়া গেছে। সে দিনাজপুরের পার্বর্তীপুরের রফিকুল ইসলামের ১মাস ১০ দিনের শিশুকন্যা নিলুফার। আহত অন্য যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ