যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন,বর্তমান সরকার রেল বিভাগের আধুনিকায়নে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছে। যার ফলে অবহেলিত রেল বিভাগে নতুন গতি ফিরে এসেছে। তিনি আরো বলেন, রেল বিভাগের হাত থেকে বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জন্য প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে। তিনি রোববার দুপুরে ২ টায়সিরাজগঞ্জের সদানন্দপুর শহীদ এম মনসুর আলী রেল ষ্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের তিনি বলেন সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে ঢাকার সাথে সরাসরি রেল চালু এখন সম্ভব হচ্ছে না। তিনি সদানন্দপুর শহীদ এম মনসুর আলী রেল ষ্টেশন আরো আধুনিকায়ন করা হবে ঘোষনা দেন। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম সহ রেল ও সড়ক বিভাগের উধ্বর্তন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ