পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব শেখ আলতাফ হোসেন বলেছেন সিরাজগঞ্জ শহরকে যমুনা নদীর হাত থেকে রক্ষার জন্য দ্রুত কাজ শুর করা হবে। পাইলট প্রোজেক্ট মাধ্যমে ক্যাপিটাল ড্রেজিং করে শহর রক্ষা বাঁধের কাজ শুরুর জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিদেশী ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করবে এবং সিরাজগঞ্জ শহর নিরাপদ থাকবে। একাজের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তিত হবে এবং শহররক্ষা বাঁধ এলাকার দেড়’শ মিটার দূরদিয়ে পানি প্রবাহিত হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্থ সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন শুধু ক্যাপিটাল ড্রেজিংনয় পুরো বাঁধ এলাকাকে শক্তিশালি করার জন্য সরকারি ভাবে পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া ধসে যাওয়া শহররক্ষা বাঁধের সংস্কার কাজ শুরুর জন্য সকল প্রক্রিয়া হচ্ছে। যমুনা নদীতে ক্যাপিটাল ড্রেজিং প্রস্তুতি এবং ধসেযাওয়া বাঁধ এলাকা পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন,পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালকমোঃ হাবিবুর রহমান,অতিঃ মহাপরিচালক হাবিবুর রহমান,প্রধান প্রকৌশলী (উত্তর-পশ্চিম) আফজাল হোসেন,ত্বত্তাবধায় প্রকৌশলী সরদার সিরাজুল হক,নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান সরদার ও,নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা,জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড,কেএম হোসেন আলী হাসান,উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার সাদাত,শমসের আলী মন্টু ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ