সিরাজগঞ্জে র্যাব-১২”র সদস্যরা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ডিগ্রীচর এলাকায় এককটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৪২০ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে। র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে র্যাব-১২ সিরাজগঞ্জের স্পেশাল কোম্পানীর ক্যাম্প কমান্ডার এএস পি মোঃ রবিউল হাসানের নের্তৃত্বে র্যাব -১২ এর একটি বিশেষ দল উক্ত স্থানে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি ভূট্টার ট্রাক যাহার নম্বর (ঢাকা মেট্রো ট- ১৪-৮৬৭৪) তল্লাশী চালিয়ে ৪২০ বোতল ফেনসিডিল সহ জয়পুরহাট জেলার আক্কেলপুর টিএন্ডটি পাড়ার আমির উদ্দিনের পুত্র দুল্লাল মিয়া (৩৫)কে আচক করে। এ ব্যাপারে বঙ্গবন্ধু পশ্চিম থানায় মামলা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ