সুজন সরকার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন-ত ৩০ জন। এর মধ্যে অনেকের অবস’া আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরন্নবী জানান, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের উল্লাপাড়ার বক্ষ্‌্রকপালিয়া নামক স’ানে বগুড়া থেকে নগরবাড়ী গামী নিভা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা-চ-৪৭৩৪) নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস’লেই ৩ জন নিহত হয়। আহত হয় অন-ত ২০ জন। আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস’্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস’া আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এদিকে সোমবার সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ভূইয়াগাতী নামক স’ানে ঢাকা থেকে রংপুর গামী আমিনা পরিবহনের যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় । এতে ঘটনাস’লেই আব্দুল জলিল (৬০) নামে এক যাত্রী নিহত হয়। আহত হয় অন-ত ১০ জন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সোমবার দুপুর দেড় টার দিকে সিরাজগঞ্জ-হাটিকুমরুল সড়কের নলকা নামকস’ানে রাস-া পার হওয়ার সময় মটর সাইকেলের ধাক্কায় হালিমা বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়। সে ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা তুলে বাড়ি ফিরছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here