সিরাজগঞ্জে কড্ডায় রেল ক্রসিং গেটে টেনের ধাক্কায় কর্তব্যরত গেটম্যান আব্দুর রশিদ নিহত হয়েছে।

শহীদ এম মনসুর আলী রেলষ্টেশনের ষ্টেশন মাষ্টার মোঃ আজাহার আলী জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে নিলফামারী গামী নীল সাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধুসেতু অতিক্রম করার পর বিরতীহীন ভাবে ঈশ্বরদী অভিমুখে রওনা হয়। ট্রেনটি শহীদ এম মনসুর আলী রেল ষ্টেশনের কাছে পৌছানোর পূর্বে দুপুর ১২টার দিকে কড্ডা রেল ক্রসিং এর ই-৭৮ নং গেট বন্ধ করার সময় কর্তব্যরত আব্দুর রশিদ চলন্ত ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে মাথা ফেটে যায়। পড়ে তাকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

নিহতের বাড়ী সদর উপজেলার সদানন্দপুর গ্রামে বলে জানা গেছে। এ ঘটনায় সিরাজগঞ্জ (রেলওয়ে) জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here