সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়ায় ট্রাক খাদে পড়ে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন। জানায় যায় , চৌহালীর ধানকাটা শ্রমিকরা ধানকাটা শেষে নওগাঁ থেকে ট্রাক ভাড়া করে বাড়ী ফেরার পথে শুক্ররাত তিনটার দিকে খাসপুকুরিয়ায় ট্রাক খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনার স্থলেই কোদালিয়া গ্রামের হোসেন আলী নামে এক ধানকাটা শ্রমিক মারা যায়। আহত হয় ৬ জন। ঘনকুঁয়াশার কারনে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ