সিরাজগঞ্জের সয়দাবাদে ছিনতাইকারীদের হাতে এক কাপড় ব্যবসায়ী খুন হয়েছে। নিহত ব্যবসায়ী আবু জাফর(২৮) প্রামানিক জেলার এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের কছিমুদ্দিন প্রামানিকের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, ব্যবসায়ী আবু জাফর প্রামানিক গতকাল শুক্রবার দুপুরে কাপড় বিক্রির জন্য বগুড়ায় যায়। সেখানে তা বিক্রি শেষে বাড়ি ফেরা পথে রাত ১২টার দিকে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের সয়দাবাদ কাঁঠালতলা পৌছলে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার সিএনজি অটোরিক্সার গতিরোধ করে। এরপর তাকে এলোপাথারী কুপিয়ে সাথে থাকা অর্থ লুট করে নেয় সন্ত্রাসীরা। পরে পেট্রোলরত পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ধারনা করা হচ্ছে পুর্ব পরিকল্পিত ভাবেই এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ