ঢাকায় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ও এক কর্মী নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঊল ওভারব্রীজের কাছে শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপি কর্মীরা। এ সময় নাবিল পরিবহনের একটি বাস ভাংচুর করা হয়। এ ঘটনার পর থেকে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ এক ইউপি চেয়ারম্যান সহ দুজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার ঢাকায় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ,ককটেল বিস্ফোরন ও এক কর্মী নিহত হয়। এ ঘটনা সিরাজগঞ্জে ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বাজার ষ্টেশন স্বাধীনতা স্কোয়ারে এসে শেষ হয়। অপরদিকে বেলা সাড়ে ১২টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঊল ইউনিয়ন বিএনপি একটি মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মিছিলকারীরা ঝঊল ওভারব্রীজের পাশে ঢাকা থেকে উত্তবঙ্গগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। বাসটি সম্পূর্ন ভাবে ভস্মিভূত হয়। এ সময় বাসের যাত্রীরা কোনরকমে প্রানে রক্ষা পায়। এ সময় মিছিলকারীরা নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে। পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌছালে মিছিলকারীরা পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঝাউল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল ও কবির নামে দু জনকে আটক করে। এ ঘটনার পর থেকে মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ ক্ষতিগ্রস্থ বাস মহাসড়কের উপর থেকে অপসারনের পর দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here