সিরাজগঞ্জের তাড়াশে আগুন নিয়ে খেলতে গিয়ে এক আদিবাসী কৃষি শ্রমিকের শিশু কন্যার আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার লালুয়ামাঝিড়া গ্রামে।
জানা গেছে, মাধাইনগর গ্রামের সয়াম সিং পরিবার-পরিজন নিয়ে ওই গ্রামে আবু মুসার বাড়িতে কৃষি শ্রমিকের কাজ করছিল। সোমবার বিকালে শিশু পাখিবালা সিং (৫) গৃহকর্তার বাড়ির বারান্দায় ঝুপরিতে আরও ২ শিশুর সাথে আগুন নিয়ে খেলছিল। এক পর্যায়ে বারান্দায় রাখা সরিষার ডাটার স্তুপে আগুন ধরে গেলে শিশু পাখিবালা সরিষার স্তুপে মাথা ঢুকিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে।
কিন্তু আগুনের লেলিহান শিখা সমস্ত সরিষার স্তুপে ছড়িয়ে পড়লে শিশটি অগ্নিদগ্ধ হয়ে ঘটনা স্থলেই মারা যায়। পরে লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন করে। তার অপর ২ খেলার সাথী অবশ্য আগুন দেখে ভয়ে পালিয়ে বাঁচতে সক্সম হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ