পূর্ব শত্রুতার জের হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা চরাঞ্চলের প্রত্যন্ত গালা ইউনিয়নের গালা গ্রামে এক গৃহবধুকে কুপিয়ে ও জবাই করে নিসংশভাবে খুন করা হয়েছে। নিহত তারা বানু (৩০) ওই গ্রামের জমির উদ্দিনের স্ত্রী এবং ইউসুফ আলীর মেয়ে। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামান জানান, শনিবার দুপুর পৌনে ১২টার সময় ঘটনাস্থলে এসে পৌঁছেছি। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারনে শুক্রবার গভীর রাতে তারা বানুর প্রতিপক্ষের লোকজন তার নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে রেখে গেছে। নিহতের শরীরের বেশ কয়েকটি স্থানে কোপের চিহ্ন রয়েছে এবং তাকে গলা কেটে জবাই করা হয়েছে। তবে এখনও লাশ উদ্ধার করা হয়নি বা থানায় কোন মামলাও হয়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ