সিরাজগঞ্জের বেলকুচি সদরে এক যুবককে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। জবাই করে তার মাথা ধর থেকে বিচ্ছিন্ন করে লাশ থেকে ২০ মিটার দুরে ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নিহত জুয়েল (২৫) ঝালকাঠি জেলার সিফাত নগর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বেলকুচি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বেলকুচি পৌর এলাকা চালা মহলার টেলিফোন অফিসের মধ্যে শুক্রবার রাতে সন্ত্রাসীরা জুয়েলকে জবাই করে হত্যা করে। পরে তার লাশ শরীর থেকে বিচ্ছিন্ন করে ২০মিটার অদুরে পুকুরের পাশে মাথা ফেলে পালিয়ে যায়। শনিবার সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত জুয়েল চর চালায় তার দুলাইভাই রসুলদী সেখের রড সিমেন্টের দোকানে কাজ করতো। কিছুদিন ধরে সে এলাকার নেশা গ্রস্থ যুবকদের সাথে চলাফেরা করতো। যে কারনে তার দুলাভাই তাকে দোকান বের করে দেয়। ধারনা করা হচ্ছে নেশা ও টাকা পয়সা ভাগবাটোয়ারা নিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জ টেলিফোন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ কামরুল হাসান জানান, হত্যাকান্ডের ঘটনা তিনি শুনেছেন। অফিসে শুধু একজন নৈশ প্রহরী রয়েছে। তবে তার বাসা অফিসের পাশেই এবং সে রাতে তার বাসায় থাকে।

তিনি আরো জানান, টেলিফোন অফিস ক্যাম্পাসের মধ্যে রাতে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ হয় কিন্তু ব্যবস্থা নেয়া সম্ভব হয় না।

ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here