সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর জেলার কয়েন গ্রামের হাসেন আলীর পুত্র পুত্র ইউসুফ আলী (২৫) ও নাটোরের পশ্চিম বড়গাছা গ্রামের বেলাল তালুকদারের পুত্র রয়েল তালুকদার (৩০)।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইসুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে জেলার কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশনের ওভার ব্রীজের কাছে রয়েলের লাশ উদ্ধার করে। তিনি লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনিরহাট আন্তঃনগর ট্রেনের যাত্রী ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। ধারনা করা হচ্ছে কে বা কারা তাকে ওই ট্রেন থেকে ফেলে দিয়েছে বা সে দরজায় দাড়িয়ে থাকা অবস্থায় পা পিছলে পড়ে গেছে।

অপরদিকে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সদর উপজেলার সয়দাবাদ মুলিবাড়ি রেলক্রসিংয়ের অদূরে ইউসুফ আলীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি আরো জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রেল লাইন পার হবার সময় ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়েন।

পুলিশ লাশ দু’টো উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে জিআরপি থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here