সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার পুলিশ বুধবার দুপুরে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। পুলিশ তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধাপ-তেতুলিয়া গ্রাম থেকে গৃহবধু রুবি খাতুন (২৫)’র লাশ উদ্ধার করে দুপুর সাড়ে ১২ টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাড়াশ থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল মোত্তালিব জানান, পরকীয়া প্রেমের সন্দেহে স্বামী পিন্টু মিয়ার সাথে রুবির প্রায়ই ঝগড়া বাঁধতো। মঙ্গলবার রাতে দাম্পত্য কলহের জের ধরে পিন্টু তার স্ত্রীর গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা কওে বলে ধারনা করা হচ্ছে। পরে লাশ ঘরের মধ্যে ফেলে রেখে পিন্টু সহ বাড়ির সকলেই পালিয়ে যায়। এলাকাবাসি কর্তৃক খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ বিষয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে কেউ এখনও গ্রেফতার হয়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ