শুক্রবার রাত ৯টায় ৫০-৬০জন গার্মেন্টস শ্রমিক যাত্রী বোঝাই নৌকা মেঘাই ঘাট থেকে নাটুয়ার পাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি চরবুরঙ্গী নামক স্থানে এলে পিছন থেকে এক দল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে ধাওয়া করে। ডাকাত দলের আগমন টের পেয়ে নদীতে টহলরত পুলিশ এস আই মোস্তফা কামাল ও তার ৪জন সঙ্গীয় ফোর্স ডাকাতকে উদ্দেশ্য প্রথমে ২রাবুন্ড গুলি করে। ডাকাত দলও পাল্টা গুলি চালায়। এভাবে পুলিশ-ডাকাতদের মাঝে ১৩ রাউন্ড গুলি বিনিমিয় হয়। অবস্থা বেগতিক বুঝতে পেরে ডাকাতদল পিছু হটতে বাধ্য হয়। এরুপ কড়া নিরাপত্তার মধ্যদিয়ে যাত্রী বোঝাই নৌকা নিরাপত স্থানে পৌঁছতে সক্ষম হয়। নৌপথে ডাকাতের উপদ্রপ বৃদ্ধির ব্যাপারে ওসি মতিয়ার রহমান এ পতিনিধিকে জনান, ডাকাতী যাতে না ঘটে এজন্য নৌপথে টহল জোরদার করা হয়েছে। এব্যাপারে কাজিপুর থানায় মামলা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ