সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ মঙ্গলবার বেলা ৪ টার দিকে উপজেলার চরবর্দ্ধনগাছা গ্রামের পাশের রাস্তা থেকে জহুরুল ইসলাম (২৫) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে। জহুরুল সর্বহারা দলেরও আঞ্চলিক কমান্ডার। ধৃত জহুরুল ইসলাম উপজেলার পংখারুয়া গ্রামের বরাত আলীর পুত্র। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল বারীক জানান, উক্ত জহুরুল ইসলামের বিরুদ্ধে উল্লাপাড়া ও ঈশ্বরদী জিআরপি থানায় পংখারুয়া গ্রামের মান্নান হত্যা মামলা সহ অস্ত্র ও ডাকাতি মোট ৩টি মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুজছিল। জহুরুলকে ধরার অভিযানে পুলিশের একজন কনষ্টবল ও একজন গ্রাম পুলিশ গুরত্বর আহত হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সুজন সরকার/সিরাজগঞ্জ